সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়

Subidkhali Govt Rahman Ishaque Pilot Secondary High School

স্থাপিত: ১৯৩৪ খ্রি. জাতীয়করন - ২৮ মে- ২০১৮ খ্রি.

ব্রেকিং নিউজ
প্রধান শিক্ষক মহোদয়ের বাণী

বৈজ্ঞানিক অনুসন্ধান বলতে বোঝায় ঘটে যাওয়া কোন ঘটনার যাচাইযোগ্য প্রাসঙ্গিক ব্যাখ্যার অন্বেষণ। “বৈজ্ঞানিক অনুসন্ধান” এই নামকরণ থেকে মনে হতে পারে যে, এই অনুসন্ধানে যেন শুধু বৈজ্ঞানিকরাই ব্রতী। শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই জাতিকে উন্নত করতে ইতিবাচক , গুণগত , জ্ঞান নির্ভর , যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষার বিকল্প নেই। সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় অত্র অঞ্চলের মধ্যে একটি বেতিক্রমধর্মী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান